ইউরো জয়ের উদ্যাপন ইতালিতে নিহত ১

5

ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করেছে ইতালি। আর দীর্ঘ অপেক্ষার পর ইউরোপ জয়ের বাঁধ ভাঙা উল্লাসে মেতে গোটা ইতালি। রাস্তা মানুষের ঢল, একসঙ্গে নেচে-গেয়ে উদযাপন করছে গোটা দেশ। করোনা মহামারিতে কিছুদিন আগেই বিপর্যস্ত ইতালিতে এক দন্ড আনন্দ এনে দিয়েছে এই শিরোপা। তবে এমন বুনো উদযাপনের মধ্যেও ঘটেছে প্রাণহানির ঘটনা। দেশটির বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সিসলির কালতাজিরোনে গাড়ি দুর্ঘটনায় প্রান হারান ২২ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দ্রুত গাড়ি চালিয়ে রাজধানীতে বিজয় উৎসব উদযাপনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।
ম্যাচ পরবর্তী উদযাপনে পাগলাটে পরিবেশ তৈরি হয় মিলানে। সেখানে ১৫ জন আহত হয়েছেন, গুরুতর আহত তিন জন। এদের মধ্যে হাতেই আতশবাজি বিস্ফোরণে একজন তিনটি আঙ্গুল হারিয়েছেন।