ইউরোর আগেই রিয়ালে পগবা

8

ফ্রান্সের বিখ্যাত পত্রিকা লে’কিপে শুক্রবার প্রথম পাতায় শিরোনাম করেছে ‘চানট ডু ডার্ট’। সঙ্গে পল পগবার বিশাল একটি ছবি। ফরাসি ভাষার শিরোনামের বাংলা করলে দাঁড়ায় ‘বিচ্ছেদের সুর’। মানে পগবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা আবারও টেবিলে ফিরে এসেছে। ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে পগবা। গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন। শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে হলে পগবাকে খুবই দরকার ম্যানইউ কোচ ওলে গানা সোলশেয়ারের।
পগবার মাঠে ফেরা ম্যানইউ’র মতো রিয়াল মাদ্রিদের জন্যও অনেকটা আনন্দের। কারণ এই সুযোগে তার ফর্ম পরখ করে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। লে’কিপের দাবি, ইংল্যান্ড ছাড়তে এখনো ‘বদ্ধপরিকর’ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার, যার সমস্ত সম্ভাবনা পরের গ্রীষ্মেই এবং তার পছন্দের গন্তব্য হিসাবে রয়ে গেছে বার্নাব্যুই।
ফরাসি পত্রিকাটির দাবি, সবদিক বিবেচনায় পগবার ইস্যুটা ২০২০ ইউরোর আগেই সম্পন্ন হতে পারে। ওই টুর্নামেন্টে তার পারফরম্যান্স এবং নতুনভাবে কোনো ইনজুরি হলে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।