ইউরোপে ফ্লাইট পরিচালনা করতে পারবে না পাকিস্তান এয়ারলাইন্স

17

ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) সদস্য রাষ্ট্রগুলোতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করেছেন। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তার শঙ্কার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানি তদন্তে দেশটির পাইলটদের এক-তৃতীয়াংশ অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহ করার বিষয়টি উন্মোচিত হওয়ার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নিলো ইএএসএ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। পিআইএ’র কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনটির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছে। ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা।
পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান কোম্পানির কাছে পাঠানো চিঠিতে ইউরোপীয় সংস্থাটি উল্লেখ করেছে, পিআইএ’র নিরাপত্তা ব্যবস্থাপনা প্রক্রিয়ায় ঘাটতি পেয়েছে তারা। তাই বুধবার মধ্যরাত থেকেই পিআইএ’র ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করা হচ্ছে। ছয় মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।