ইউরোপে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

15

টানা ছয় সপ্তাহ কমার পর আবারও ইউরোপে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ডব্লিউএইচও ইউরোপ প্রধান হান্স ক্লুগ এক সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে ইউরোপে করোনায় আক্রান্তের হার ৯ শতাংশ বেড়েছে। সংখ্যায় তা ছিল দশ লাখের বেশি। এর ফলে ছয় সপ্তাহের আক্রান্তের সংখ্যা কমে আসার অবনতি ঘটলো।
অর্ধেক অঞ্চলেই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, মধ্য ও পূর্ব ইউরোপে আক্রান্তের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বেশ কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশেও সংক্রমিতের উচ্চ হার রয়েছে। হান্স বলেন, আমাদের মৌলিক সুরক্ষা কর্মকান্ডে ফিরতে হবে। আমাদের ভ্যাকসিন প্রদান বাড়াতে হবে।
ডব্লউএইচও’র ইউরোপ অঞ্চলে ৫৩ টি দেশ রয়েছে। এসব দেশের মধ্যে ৪৫টিতে করোনার ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি’র পরিসংখ্যান অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার ২ দশমিক ৬ শতাংশ করোনা ভ্যাকসিনের দুটি ডোজ এবং ৫ দশমিক ৪ শতাংশ এক ডোজ নিয়েছেন।