ইউরোপের মানবিক দায়িত্ব পালন করা উচিত : ইরান

33

ইরানের ব্যাপারে মানবিক দায়িত্ব পালন না করার জন্য ইউরোপের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে ইরানের অসুস্থ শিশুগুলোর ব্যপারে অন্তত তাদের মানবিক দায়িত্ব পালন করতে হবে। সোমবার নিজের অফিসিয়াল টুইটে দেয়া এক পোস্টে জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে তার প্রধান লক্ষ্য এদেশের সাধারণ মানুষকে অভুক্ত রেখে হত্যা করা। বিশ্বের যেকোনো স্থানে অর্থনৈতিক সন্ত্রাসবাদের অবশ্যম্ভাবী পরিণতি মৃত্যু। তিনি ইউরোপীয় দেশগুলোকে হুমকির পথ পরিহার করে তাদের মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, মানবতার প্রতি তাদের যদি সত্যিই দরদ থাকে তাহলে তাদের উচিত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ইরানি শিশুদের ওষুধ আসার পথ অন্তত উন্মুক্ত করা। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সেসময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ও ইইউ ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহŸান জানিয়ে ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে। কিন্তু ইউরোপীয় দেশগুলো এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে পারেনি।