ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সাধারণ সভা

5

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার ৩য় সাধারণ সভা গত ১০ সেপ্টেম্বর শুক্রবার দামপাড়া মুনতাসীর সেন্টারে বিকাল ৫ টায় সংগঠনের সহ-সভাপতি নীল রতন দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে নব-নির্বাচিত সভাপতি হিসেবে মুহাম্মদ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিনকে মনোনীত করা হয়। প্রথমে নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ শরীফুল আলমকে সম্মানিত সদস্যবৃন্দরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেয়। নব-নির্বাচিত সভাপতি আসন অলংকৃত করার পর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আগামী সম্ভাব্য ১০ ডিসেম্বর ২০২১ নতুন কমিটির অভিষেক ও বিভিন্ন এজেন্ডা সমূহ নিয়ে বিষদ আলোচনা করা হয়। উপস্থিত নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ শরীফুল আলম সংগঠনের সকল সম্মানিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, ইউনেস্কো বিশ্বের একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার লঘুতে আমরা যারা ইউনেস্কো ক্লাব করতে সমবেত হয়েছি, এখানে আমরা সবাই ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার একটি পরিবার। এই পরিবারের সবাই আমরা একে অপরকে ভাতৃত্ব বন্ধনে গড়ে তুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই এগিয়ে আসি সাধারণ মানুষের কল্যাণের জন্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেরদৌস খান, এড. মো. আকতার হোসেন, লায়ন শেখ সামিদুল হক, ফারুক হাসান, জাফর ইকবাল, ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন, আবছার উদ্দিন অলি, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ আহমেদ এবং নবাগত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শওকত আলী, সেলিনা রহমান, অহিদুন্নবী চৌধুরী, স্বর্ণা মন্ডল ও জুনায়েদ আহম্মদ চৌধুরী। বিজ্ঞপ্তি