ইউনেস্কো ক্লাবের মতবিনিময় সভা

29

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগর এর বিশেষ মতবিনিময় সভা গত ২১ ডিসেম্বর বিকেল ৪টায় নগরীর একটি হোটেলের সভাকক্ষে ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগীত পরিচালক শেখ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাহাবুবুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কা ক্লাব চট্টগ্রাম জেলার সেক্রেটারি এম মনির উদ্দিন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইউনেস্কো ক্লাবের সেক্রেটারি জেনারেল মাহাবুবুদ্দিন চৌধুরী বলেন, সারা বাংলাদেশে ইউনেস্কো ক্লাব জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য ও দিবসগুলো পালন করে সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব ও সংস্কৃতিবান্ধব ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ক্রম বর্ধমান সংস্কৃতির উন্নয়নে অগ্রযাত্রা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ইউনেস্কো ক্লাব সমূহ সারা দেশে কাজ করে চলেছে। তিনি চট্টগ্রামের ক্লাব গুলোকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সভায় চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং কার্যক্রম নিস্ক্রিয় থাকায় বিগত কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লায়ন এম এ নেওয়াজ, মোহাম্মদ এমরান, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, রতন বড়ুয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়া, ফয়েজুন্নেছা সুপ্তা, ডা. জোনাকী দেব প্রমুখ। বিজ্ঞপ্তি