ইউনাইটেড হেলথ কেয়ারে বিশ্ব কিডনি দিবস পালিত

13

 

মানুষের দৈনন্দিন জীবনের কিছু কিছু অভ্যাসে পরিবর্তন আনলে কিডনি রোগের ঝুঁকি অনেকখানি কমানো যায়। এই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ইউনাইটেড হেলথকেয়ারের সহ প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে বিশ্ব কিডনি দিবস উযদযাপন করা হয়েছে।
গত ৯ মার্চ ইউনাইটেড হসপিটাল (গুলশান), ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (সাতারকুল), এম এ রশিদ হসপিটাল (জামালপুর) এবং মেডিং (ধানমন্ডি) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার ফ্রি কিডনি স্ক্রিনিং সহ পুরোমাস জুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। ইউনাইটেড হসপিটালের ডাক্তার, নার্স, মেডিকেল প্রফেশনালসহ প্রশাসনিক কর্মকর্তারা গুলশানে এক সচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণ করেন। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গুলশানের ইউনাইটেড হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে গত শনিবার দিনব্যাপী কিডনি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।