ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে পোল্যান্ড যাবেন বাইডেন

8

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ২৪ ফেব্রæয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর হতে চলছে। যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। গত বছরের ২৪ ফেব্রæয়ারি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন ভয়াবহ হামলা শুরু করে তার বাহিনী। যা এখনও চলছে।
পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে গড়াচ্ছে। যুদ্ধের শুরু থেকে মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের জেলেনস্কির সরকারকে সামরিক ও মানবিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।
যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আগামী ২০ থেকে ২২ ফেব্রæয়ারি পোল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, সফরে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং অঞ্চলটির অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ২৪ ফেব্রæয়ারির আগে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেবেন প্রেসিডেন্ট বাইডেন।