ইউক্রেন ইস্যুতে পুতিনকে যা বললেন শি জিনপিং

17

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার পথ সহজ হবে না বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে তিনি বলেছেন, এই ইস্যুতে চীন নিজের উদ্দেশ্য ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। শুক্রবার দুই নেতার ভার্চুয়াল আলোচনায় পুতিনকে এসব কথা বলেন চীনা প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনা প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা থাকা উচিত। ইউক্রেন নিয়ে আলোচনায় যুক্ত হতে রাশিয়ার আগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি শি জিনপিংকে উদ্ধৃত করে লিখেছে, সংঘাত ক‚টনৈতিক আলোচনায় সমাধানে রুশ পক্ষ কখনও অস্বীকারে করেনি বলে রাশিয়া যে দাবি করেছে তা চীনের দৃষ্টি আকর্ষণ করেছে। এজন্য প্রশংসা করা হয়েছে। গত কয়েক বছরে শি ও পুতিন অনেক ঘনিষ্ঠ হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের প্রতি উভয় দেশের অবিশ্বাসের জায়গা থেকে চীন-রাশিয়া ঘনিষ্ঠ হয়েছে। ফেব্রুয়ারিতে দুই নেতা ঘোষণা দিয়েছিলেন, তাদের কৌশলগত সম্পর্কের কোনও সীমা থাকবে না। তা পশ্চিমা বিশ্বে উদ্বেগের জন্ম দেয়।