ইউক্রেনে দুই শতাধিক ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড

19

 

ইউক্রেনে গত কয়েক সপ্তাহে দুই শতাধিক টি-৭২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের সরকারি বেতার পোলস্কি রেডিওর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গত সপ্তাহে জানিয়েছিলেন, তার দেশ এ পর্যন্ত ইউক্রেনকে ১.৬ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। পোলস্কি রেডিও জানিয়েছে, ইউক্রেনে ট্যাংক ছাড়াও ডজনখানেক পদাতিক যুদ্ধযান এবং টুএসওয়ান কারনেশন সেলফ প্রপেলড হাউইটজার, ড্রোন, গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার এবং পিওরুন (থান্ডারবোল্ট) ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়েছে পোল্যান্ড।
এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড ইউক্রেনকে নিজেদের প্রভাবের আওতাধীন একটি স্থানে পরিণত করতে ষড়যন্ত্র করছে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিশকিন এই অভিযোগ তুলেন।