ইউক্রেনের সলেদার দখলে জোরদার আক্রমণ রাশিয়ার

9

ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট একটি লবন খনির শহর সলেদার দখলে আক্রমণ জোরদার করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ভাড়াটে যোদ্ধারা। ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ হামলা প্রতিহত করতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনা ও ওয়াগনার ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ডনবাস অঞ্চলের সলেদার শহরের হয়ত বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। গত চার দিন ধরে তারা শহরটির দিকে অগ্রসর হচ্ছে।
বাখমুত শহরের দখল নিতে লড়াই করতে থাকা রাশিয়ার জন্য সলেদার দখল সুবিধা এনে দেবে।
বাখমুতে উভয়পক্ষের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া স¤প্রতি রণক্ষেত্রে ব্যর্থতার পর শহরটি দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে। ইউক্রেনীয় সেনাদের সঙ্গে থাকা প্রখ্যাত সাংবাদিক ইউরি বুটুসভ লিখেছেন, রুশ সেনারা পুরো ঘিরে ফেলেনি। কিন্তু স্বাভাবিক রসদ সরবরাহ অসম্ভব এবং প্রতিরক্ষা বজায় রাখার জন্য রসদ গুরুত্বপূর্ণ।