ইউক্রেনের সলেদারে তুমুল লড়াই

6

পরদেশ ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলে সলেদার শহরে রাশিয়া ও ইউক্রেনীয় সেনাবাহিনী তুমুল লড়াইয়ে লিপ্ত। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পুরো ডনবাস অঞ্চলের লক্ষ্যে মস্কো শহরটি দখল করতে চাইছে। যদিও মঙ্গলবার রাশিয়ার আক্রমণের নেতৃত্বে থাকা রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার দাবি করেছিল, তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কিছু কিছু স্থানে ইউক্রেনীয়রা প্রতিরোধ অব্যাহত রেখেছে।
বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমানবাহিনী সলেদারকে উত্তর ও দক্ষিু দিক দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে ইউক্রেন রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলছে, শহরটির দখল নিতে পারেনি রুশবাহিনী।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী টেলিগ্রামে লিখেছেন, সলেদারে তুমুল লড়াই চলছে। শত্রু পক্ষ আবারও তাদের ইউনিট পাল্টেছে ব্যাপক ক্ষয়ক্ষতির পর। ওয়াগনার গোষ্ঠী নিজেদের যোদ্ধার সংখ্যা বাড়িয়েছে। তারা চেষ্টা করছে আমাদের সেনাবাহিনীর প্রতিরক্ষা গুড়িয়ে দিতে এবং শহরের পুরো নিয়ন্ত্রণ নিতে। কিন্তু তারা কোনও সাফল্য পাচ্ছে না।