ইউক্রেনের বন্দর ছাড়লো শস্যবাহী আরও দুই জাহাজ

12

ইউক্রেনের বন্দর থেকে একদিনে ১৫ হাজার টন শস্য নিয়ে ছেড়ে গেছে আরও দুইটি জাহাজ।
এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটিতে সূর্যমূখীর বীজ ও ভুট্টা রয়েছে। যুদ্ধে রাশিয়ার অবরোধের কারণে দীর্ঘদিন ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে যেতে পারেনি। এতে খাদ্য সংকট দেখা দেয়। দীর্ঘ সংকট কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতা চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। শনিবার চোরনোমর্স্ক বন্দর থেকে বার্বাডোস জাহাজ ফুলমার এস ১২ হাজার টন ভুট্টা নিয়ে তুরস্কের ইস্কেন্ডারুনের উদ্দেশে ছেড়ে গেছে।