ইউক্রেনীয় রেল স্টেশনে হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

12

পূর্বদেশ অনলাইন
পূর্ব ইউক্রেনের কারামাটোরস্ক শহরের ট্রেন স্টেশনে রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এই অভিযোগকে ‘উসকানি’ এবং ‘চরম অসত্য’ আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি দাবি করে, কারামাটোরস্ক রেল স্টেশন ব্যবহার করে বেসামরিক মানুষের সরে যাওয়ার চেষ্টার সময়ে রকেট হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩৯ জন নিহত এবং আরও ৮৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়। ডোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কাইরিলেনকো বলেছেন, রকেট হামলার সময় ট্রেন স্টেশনে হাজার হাজার মানুষ ছিল। তিনি বলেন, ‘রাশিস্টরা (রুশ ফ্যাসিস্ট) খুব ভালো করেই জানতো তারা কোথায় লক্ষ্য করছে আর তারা কী চায়। তারা আশঙ্কা আর ভীতি ছড়িয়ে দিতে চায়, তারা আমাদের যত বেশি সম্ভব বেসামরিক নিয়ে যেতে চায়’। ইউক্রেনীয় কর্তৃপক্ষের এসব অভিযোগের জেরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘৮ এপ্রিল কারামাটোরস্ক শহরে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কোনও গোলাবর্ষণ অভিযান ছিল না।‘ গত কয়েক দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ এলাকায় বেসামরিকদের ওপর রুশ হামলার জোরালো অভিযোগ উঠেছে। তবে সেসব অভিযোগও অস্বীকার করে আসছে মস্কো। সূত্র: বিবিসি