ইউএসটিসি রিসার্চ সেলের সভা

9

 

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) রিসার্চ সেল (ইউআরসি)’র সভা গত ২১ মে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় ইউএসটিসি’র সকল ডিন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), গবেষণা সমন্বয়কারী এবং বিশেষজ্ঞ সদস্যদের মধ্যে প্রফেসর ড. এম শামসুল আলম এবং প্রফেসর ড. এ এম এম জোনায়েদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। সভায় ইউআরসি কল-৩ এর অধীনে বিভিন্ন বিভাগের ১০টি গবেষণা প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়েছে। এগুলো হলো- ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ফার্মেসী বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি ও বায়েটেকনোলজি ইত্যাদি। বিজ্ঞপ্তি