ইউএসটিসিতে কর্মশালা

9

 

গত ২৯ মে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউ এসটিসি)-তে উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কলাবোরেশন এর উপর কর্মশালা অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্মশালায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। বক্তব্যে তিনি বলেন, ছাত্রছাত্রীদের কর্পোরেট এবং ইন্ডাস্ট্রি লেভেলের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সকল স্টেকহোল্ডাদের সাথে আলোচনা করে একাডেমিক প্রোগ্রামগুলোর ভিশন এবং মিশন ঠিক করাসহ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কলাবোরেশন সঠিকভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। ইউএসটিসি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শুভ্র প্রকাশ দত্ত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি