ইউএসটিসিতে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল টক অনুষ্ঠিত

95

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি)-এ ইন্টারন্যাশনাল টেকনিক্যাল টক অন ‘এমপাওয়ারিং হাইটেক ইকোনোমি ইন বাংলাদেশ’ বিষয়ক ইভেন্ট শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট এবং এসবিআইটি ইন ইউএসএ এর প্রেসিডেন্ট ও সিইও ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. নুরুল আবছার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. শাহদাত হোসাইন, ইউএসটিসি’র চীফ অপারেটিং অফিসার আহমদ শিপারউদ্দিন, ইউএসটিসি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়–য়া।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. শাহাদাত হোসাইন এবং উদ্বোধনী বক্তব্য দেন চুয়েট এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ইউএসটিসি’র শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী যোগদান করেন। অনুষ্ঠানে ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর দেওয়ান ‘এমপাওয়ারিং হাইটেক ইকোনোমি ইন বাংলাদেশ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি আহমেদ ইফতেখারুল ইসলাম এ বক্তৃতামালার জন্য ড. জাহাঙ্গীর দেওয়ানকে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর দেওয়ান এর সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তিতে স্বাক্ষর করেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। বিজ্ঞপ্তি