ইউএই আজমানে স্টারহোম হাইপার মার্কেটের উদ্বোধন

27

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান বলেছেন, দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই দেশের সম্মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই রকম আরো ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যে সততার দৃষ্টান্ত রাখতে হবে। কাস্টমার সার্ভিসকে প্রাধান্য দিতে হবে। তাহলে ব্যবসায় সফলতা আসবে।
গত ৩ সেপ্টেম্বর আজমান জারাপ ইন্ডাস্ট্রিয়াল জোন-২ হামেরিয়া এফআরজেড এলাকায় বাংলাদেশী মালিকানাধীন স্টার গোল্ড গ্রুপের প্রতিষ্ঠান স্টার হোম হাইপার মার্কেট এলএলসির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী আবুল কালাম সিআইপির মালিকানাধীন নিজের ক্রয় করা ভবনে স্টারহোম হাইপার মার্কেট এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল এবং রাতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের শ্রম সচিব ফকির মানোয়ার হোসেন, দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, বাংলাদেশ সমিতি সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ব্যবসায়ী মাজাহার উল্লাহ মিয়া, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মালেক, বিশিষ্ট মোহাম্মদ জাকির হোসেন, হাবিবুর রহমান, গোলাম মোস্তাফা, রিপন দত্ত, ব্যবসায়ী জাকির হোসেন, মু. সোহেল মজুমদার, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক প্রমুখ।-ইউএই প্রতিনিধি