‘ইইউ সদস্য পদপ্রার্থী হওয়ার পথে ইউক্রেইন’

3

 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবারেই ইউক্রেইনকে সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থী হিসেবে গ্রহণ করে নিতে পারে বলে জানিয়েছেন ইইউ মন্ত্রী ও কূটনীতিকরা। এই আনুষ্ঠানিক প্রার্থিতা প্রতীকী হলেও এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মনোবল বাড়ানোর মত সিদ্ধান্ত হবে বলে মনে করছেন তারা। গত ২৪ ফেব্রæয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। তার চারদিন পর ইইউ-র সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইউক্রেইন। গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন ইইউ’র সদস্য পদপ্রার্থী হিসেবে ইউক্রেইনের পক্ষে সুপারিশ করেছেন। দেশটিকে ইইউ সদস্যপদ পেতে আরও কিছু ধাপ পেরোতে হবে। প্রথমেই ভন ডার লিয়েনের সুপারিশে ইইউ এর ২৭ টি সদস্যদেশের স্বাক্ষর লাগবে। এ নিয়ে আগামী বৃহস্পতি ও শুক্রবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে দেশগুলোর নেতাদের। নাম প্রকাশে অনিচ্ছুক তিন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে ইইউ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।