ইংল্যান্ড দল এখন ঢাকায়

2

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এসেছে দলটি। শুক্রবার সকালে ৭টায় এক বহর ও ৮টা ১০ এ আরেক বহর ঢাকায় আসে। অবশ্য ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে কয়েক দফায় আসবেন আরও বেশ কিছু ক্রিকেটার। ১ মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়েই শুরু হয়ে যাবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। সবগুলোই একই সময়ে।
টি-টোয়েন্টি ম্যাচ শুরু বেলা তিনটায়। ১ ও ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। তারপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ টি-টোয়েন্টির পরদিন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ইংলিশদের।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ওয়ার্মআপ ম্যাচ বাতিল করায় একটু পিছিয়ে তারা ঢাকায় পৌঁছাল। শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশ দলটি। পাকিস্তান সুপার লিগ ও চোট সংক্রান্ত কারণে বাংলাদেশের বিপক্ষে বেশকিছু তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড। পিএসএল খেলতে বাংলাদেশ সফরে আসেননি ওপেনার অ্যালেক্স হেলস। ইনজুরির কারণে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। দুই ফরম্যাটেই ইংলিশদের নেতৃত্বে আছেন বাটলার।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড। ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলে, ক্রিস ওকস, মার্ক উড।