ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ হেলস

26

নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে ২১ দিনের জন্য নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপরও ৩০ বছর বয়সী এই ওপেনারের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার হেলসকে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড় থেকেই বাদ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড দল।
বিশ্বকাপ দল ঘোষণার পরপরই নটিংহ্যামশায়ারের রয়্যাল লন্ডন কাপের দল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। যেখানে বিশ্বকাপের মতো আসরে খেলা প্রতিটি ক্রিকেটারের জন্য স্বপ্ন পূরণের মতো, সেখানে নিজেদের দেশ আর নিজেদের দর্শকের সামনে হেলসের সরে যাওয়াটা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। পরে নতুন খবরের শিরোনাম হয়েছেন হেলস। ডোপ টেস্টে উতরাতে ব্যর্থ হয়েছেন তিনি।