ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ১৯৯ রানের

25

ঘরের মাঠে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলছে আয়ারল্যান্ড। ডাবলিনে সেই ওয়ানডেতে ইংলিশ বোলারদের তোপে ১৯৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।
অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল আইরিশদের। পল স্টারলিং আর উইলিয়াম পোর্টারফিল্ড উদ্বোধনী জুটিতে তুলেন ৫৫ রান। ৩৩ রান করে স্টারলিং ফেরার পরই বিপদ শুরু হয় আয়ারল্যান্ডের। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আইরিশরা। অ্যান্ড্রু বালবারিন ২৯ আর আট নাম্বারে নামা অভিষিক্ত মার্ক অ্যাডায়ার ৩৪ রান না করলে লজ্জাটা আরও বড় হতো স্বাগতিকদের। ইনিংসের ৪১ বল বাকি থাকতে ১৯৮ রানেই থামে আয়ারল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ৭ ওভারে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন লিয়াম প্ল্যাংকেট। ৩টি উইকেট শিকার টম কুরানের। আলোচিত বার্বাডোজ পেসার জোফরা আর্চার ৮ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।