ইংল্যান্ডের কোচ হতে আগ্রহ আর্থারের

26

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পরেও চুক্তি বাড়াচ্ছেন না কোচ ট্রেভর বেইলিস। তাই নতুন কোচ খুঁজতে হচ্ছে ইংল্যান্ডকে। বিশ্বকাপ জয়ী এই দলটির কোচ হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে নাম এসেছে পাকিস্তান কোচ মিকি আর্থারেরও।
সোমবার ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলসও বললেন তেমন কথা।
জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে ইংল্যান্ডকে কোচিং করাতে আগ্রহ আছে দক্ষিণ আফ্রিকান আর্থারের। আর্থারের নামটি খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। কারণ ইংল্যান্ডে তার কৌশলগত সাফল্য। প্রোটিয়াদের হয়ে কোচ থাকাকালে ২০০৮ সালে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতা তার আরেকটি সাফল্য।
অ্যাশেজের পর মেয়াদ শেষ হবে বেইলিসের। তার উত্তরসূরি হিসেবে আর্থার ছাড়া আরও কিছু নাম শোনা যাচ্ছে ইংল্যান্ডে। এই তালিকায় রয়েছে প্রোটিয়া কোচ ওটিস গিবসন ও সাবেক ভারতীয় কোচ গ্যারি কারস্টেনের নাম।