ইংল্যান্ডের কাছে ‘আবার’ হারল নিউজিল্যান্ড

23

গত বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কিউইরা। যদিও ভিন্ন ফরম্যাট আর ঘরের মাঠে খেলা, তবু ইংলিশদের সামনে পাত্তা পায়নি স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুক্রবার (০১ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিল কিউইরা। সর্বোচ্চ ৪৪ রান এসেছে অভিজ্ঞ রস টেইলরের ব্যাট থেকে।
জবাবে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ইয়ন মরগানের দল। জেমস ভিন্সের ৫৯ রানের ইনিংস ইংলিশদের জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজ সারেন অধিনায়ক মরগান নিজেই (৩৪*)। এছাড়া ৩৫ রান এসেছে ওপেনার জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।