আ.লীগের নির্বাচনী অফিসে আগুন ‘সাজানো নাটক’

69

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, পূর্ব পরিকল্পিতভাবে রাতের আঁধারে নিজেদের অফিসে ককটেল নিক্ষেপ করে আগুন দিয়ে গ্যারেজ থেকে কেনা পুরাতন মোটর সাইকেল পুড়িয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নৌকার পরাজয় ঠেকাতে পারবে না। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নৌকার পরাজয় তত ঘনিভূত হচ্ছে। এই বিষয়টি আঁচ করতে পেরে বোয়ালখালীসহ পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে সৃষ্ট গণজোয়ার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সরকারি দলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে বোয়ালখালীতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ও একটি সাজানো নাটক। যে ঘটনার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টামাত্র। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় এমন নির্লজ্জ ঘটনা ঘটিয়েছে। আমরা আজকে প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠু পরিবেশে অন্তত একটি নির্বাচন হতে দিন। তিনি সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটের দিন দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহŸান জানান। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে বোয়ালখালীর আহল্লা করলডেঙ্গা ও আমুচিয়ায় বিভিন্ন পথসভায় এ কথা বলেন। তিনি নেতৃবৃন্দকে নিয়ে বাদ জুমা চান্দগাঁও আবাসিক জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে সালাম ও কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিকালে বোয়লখালীর আহল্লা দাসের দীঘির পাড়ের সামনে থেকে শুরু করে সাধার পাড়া, মৌলভী বাজার, তালুকদার পাড়া, লুধির সিকদার পাড়া, উত্তর করল ডেঙ্গা, আমুচিয়ার ধোরলা, কালাইয়ার হাট এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে নেতৃবৃন্দের সাথে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ধানের শীষে প্রচারপত্র বিলি করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা বিএনপি সদস্য মোশারফ হোসেন, মনজুর উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, ইসহাক চৌধুরী, এডভোকেট কাশেম চৌধুরী, এডভোকেট আবু তাহের, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, বিএনপি নেতা মাসুদুল কবির রানা, মুহিবুল ইসলাম রাসেল, আব্দুল হালিম, ইসমাইল হারুন, মো. ইকবাল, আব্দুল মান্নান, মনছুর আলম মনছুর, ইলিয়াস শেকু, মো. নাছির উদ্দিন, শফিকুল ইসলাম শাহিন, আনোয়ার হোসেন, মো. সোলাইমান মেম্বার, আবুল বশর চৌধুরী, হারুনুর রশীদ মেম্বার, মো. জিকু, আশিক সিদ্দিকি জনি প্রমুখ। বিজ্ঞপ্তি