‘আ.লীগকে নেতৃত্বশূন্য করতে জাতীয় চার নেতাকে হত্যা’

4

গত ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নিশ্চিন্তাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম. হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আবু নাছের, শামশুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, উপদেষ্টামÐলী, সম্পাদকমÐলী ও কার্যকরী সদস্যদের মধ্যে বক্তব্য দেন জাহিদুল আলম মিন্টু, শের আলী সওদাগর, নজরুল ইসলাম টিটু, হাজী নূরুল হুদা, শাহনেওয়াজ সানু, মোজাম্মেল হক চৌধুরী, কামরুল হুদা চৌধুরী, মো. সোলায়মান, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুন নূর, সরোয়ার আলম বাপ্পি, মো. ইউসুফ, মো. নজরুল, ইব্রাহীম মুকুল, সালাউদ্দিন, মো. মনির, মনু সওদাগর, মো. জাহাঙ্গীর বাদশা, ইকবাল, হাজী আনোয়ার, আনোয়ার সাহেদ, আব্দুল্লাহ আল নোমান, নূরুদ্দিন, মো. মঞ্জু, খোকন, সাদ্দাম, রাশেদ, খোরশেদ আলম রুবেল, মো. মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতার হত্যাকাÐ বাংলার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। ১৫ আগষ্টের হত্যাকাÐের ধারাবাহিকতায় আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শোককে শক্তিতে পরিণত করে আগামী ৪ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। বিজ্ঞপ্ত.