আয়ারল্যান্ডের অবিশ্বাস্য জয়

12

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘বি’ এর লড়াই দারুণভাবে জমে উঠেছে। এই গ্রুপের প্রতিটি দল একটি করে ম্যাচ জিতছে। গতকালকের ম্যাচে আয়ারল্যান্ড স্কটল্যান্ডকে আর ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে জিম্বাবুয়েকে।
দিনের প্রথম ম্যাচে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে পেয়েছে আয়ারল্যান্ড। তারা হারিয়েছে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো স্কটল্যান্ডকে। আর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তারা জয় পেয়েছে ৩১ রানে।
প্রতিটি দল একটি করে জয় পাওয়াতে শেষ দিনের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকে। কারণ এখান থেকে দুইটি দল যাবে সুপার টুয়েলভে। গ্রুপ পর্বের শেষ দিনে জিম্বাবুয়ে লড়বে স্কটল্যান্ডের আর আয়ারল্যান্ড লড়বে ওয়াস্ট ইন্ডিজের।
গতকাল ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে হোবার্টে স্কটল্যান্ডের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৭১। আর সেখান কুর্তিস ক্যাম্ফারের ব্যাটিং তান্ডবে সেই ম্যাচ এক ওভার হাতে রেখেই অবিশ্বাস্যভাবে জিতে গেল আইরিশরা। এদিন ক্যাম্ফারকে দারুণ সঙ্গ দিয়েছেন জর্জ ডকট্রেল। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ তম ওভারে যথাক্রমে ১৮, ১১, ১৪ ও ১৭, ১১ ও ১২ রান তুলেন দুজন। আর ১৯তম ওভারে ১৫ রান নিয়ে আয়ারল্যান্ডের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন তারা। শেষ ৭ ওভারে এই দুইজন করেন ১০২ রান।
অবিচ্ছিন্ন ১১০ রানের জুটি গড়েন ক্যাম্ফার ও ডকট্রেল। মাত্র ৩২ বলে ৭২ রানের ইনিংস খেলেন ক্যাম্ফার। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৭টি চার। ডকট্রেল অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রানে।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধভিরে এবং রেগিস চাকাভা। ১৪ বলেই তারা গড়ে ফেলে ২৯ রানের জুটি। কিন্তু ৯ বলে ১৩ রান করার পর চাকাভা আউট হয়ে গেলে ধস নামে জিম্বাবুয়ে ইনিংসে।
টনি মুনিয়ঙ্গা ২ রানে, শন উইলিয়ামস ১ রানে আউট হয়ে যান। দলটির বর্তমান সময়ে বড় তারকা সিকান্দার রাজা ৮ বলে ১৪ রান করে আউট হয়ে গেলে জিম্বাবুয়ের আশা-ভরসা শেষ হয়ে যায়। কারণ, সিকান্দার রাজার পারফরম্যান্সেই সম্প্রতি বেশ কিছু ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।
মিল্টন সোম্বা ২ রান করে আউট হয়ে যান। এরপর রায়ান বার্ল ১৭ এবং লুক জংউই ২৯ রান করে কিছুটা আশা জাগালেও জয়ের কাজটি করতে পারেননি। বাকি ব্যাটারদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। ফলে ১৮.১ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যালজারি জোসেফ। ৩.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসেন, ওবেদ ম্যাকয় এবং ওডেন স্মিথ। আজকের খেলা-শ্রীলংকা-নেদারল্যান্ড (১০ টা), নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাত (২টা)