আহলে সুন্নাত জামাআতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

46

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৮ অক্টোবর রোববার বিকাল ৩ টায় নগরীর আগ্রবাদস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিন জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আহ্বায়ক মাওলানা গাজী মোজাম্মেল হক আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা সৈয়দ মোহাম্মদ হামেদ হোসাইন।
আলহাজ্ব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ এম ইবরাহীম আখতারী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাষ্টার আনোয়ারুল আজিম, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী,অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, মাওলানা কাজী জিয়াউর রহমান, মিছবাহুল ইসলাম ও তাওহীদ মুরাদ সুমন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- বছর ঘুরেই মুসলিম মিল্লাতের দ্বারপ্রান্তে উপনীত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)। এ মাসটি তাবৎ মুসলিম দুনিয়ার জন্য মহা আনন্দের। কেননা এ মহান মাসেই পৃথিবীপৃষ্টে শুভাগমন হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ (দঃ) এর। যাঁর শুভাগমনের মধ্য দিয়েই পৃথিবী থেকে সর্বপ্রকার বাতুলতার অপনোদন ঘটে। অতঃপর তাবৎ দুনিয়া সকল মানুষের বাসযোগ্য আবাসভূমিতে পরিণত হয়। অতএব এ মাসটির অতীব সাড়ম্বরে উদযাপন সকলেরই ঈমানী দায়িত্ব। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়। বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ইউনিট পর্যায়ে মাস জুড়ে মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করা। সভার অপর এক প্রস্তাবে গৃহীত সিদ্ধান্তে প্রতি বছরের ন্যায় আগামী ৯ই রবিউল আউয়াল ২৭ অক্টোবর ২০২০ইং এক আজিমুশশান বর্ণাঢ্য জশনে জুলুস বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। জুলুছটি আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ ময়দানে এসে সমাপ্ত হবে। উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির কারণে এবারকার জুলুছে অনেক কিছুই সংক্ষিপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি