আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সুন্নি মহাসমাবেশ প্রস্তুতিসভা

4

 

দেশের সুফিবাদী জনগণের প্রধান সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১০ এপ্রিল চট্টগ্রামে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাশক্তি, নারী-শিশু নির্যাতন বিরোধী জনমত তৈরী এবং মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি, সুফিবাদী শান্তিপ্রিয় জনগণের অধিকার আদায়ের লক্ষে সুন্নি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ লক্ষে গত ৩ মার্চ চট্টগ্রাম চেরাগি পাহাড়স্থ আহলে সুন্নাত ওয়াল জামাআত দলীয় কার্যালয়ে সকাল ১১টায় মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারীকে আহবায়ক, শাহ মুহাম্মদ খলিলুর রহমান নিজামীকে যুগ্ম আহবায়ক ও শাহ নুর মুহাম্মদ আল কাদেরীকে সচিব করে ১৭জন বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় আহলে সুন্নাত নেতৃবৃন্দ হিসেবে অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত থাকেন- শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, পীরে তরিক্বত আল্লামা মছিহুদ্দৌলাহ, আল্লামা এম. এ. মতিন, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ শাহ নুর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, আবুল মনসুর দৌলতি, মাস্টার মুহাম্মদ কমরুদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, ইকবাল হোসাইন আল কাদেরী, নুরের রহমান রণি, আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ জহির উদ্দীন, আদনান তাহসিন আলমদার সহ প্রমূখ।