আহলে সুন্নাত ওয়াল জামাআতের জুলুছ

215

আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহকে (দ.) নিয়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিরতিহীনভাবে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের ন্যাক্কারজনক ঘটনাকে ইতিহাসের জঘন্য বর্বরতা। তিনি এহেন নির্মমতার তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিত জশনে জুলুছপূর্ব এক সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত মহানগর সহসভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন এর কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা কাজী জসীম উদ্দীন, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, আল্লামা এনামুল হক সিকদার, ইসলামিক ফ্রন্ট নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর। আহলে সুন্নাত ওয়াল জামাআত উত্তর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা আইয়ুব বদরী, এস এম আব্দুল করিম তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি