আহরণ’র রজতজয়ন্তী উদ্যাপন

12

আহরণ-এর রজতজয়ন্তী উৎসব উপলক্ষে গত ২৭ মে শুক্রবার বিকেলে আহরণের প্রধান পৃষ্ঠপোষক সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ইঞ্জি. মুহম্মদ মোজাম্মেল হক, আহরণের পৃষ্ঠপোষক উদ্যোক্তা একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, আহরণের অন্যতম উপদেষ্টা বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রাপ্ত গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (প্রশাসন) মো. গোলাম রসুল। বক্তাগণ পৃথিবীব্যাপী ভয়াবহ পরিবেশ বিপর্যয় রোধ করতে না পারলে মানবজাতি বিলুপ্তির আশংকা প্রকাশ করেন। তিন পর্বে অনুষ্ঠিত রজতজয়ন্তী উৎসর এর প্রথম পর্ব জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। এই পর্বে সঞ্চালনা করেন ফিদা নুজহাত হুদা। বিভিন্ন পরিবেশনায় অংশ নেন দেবাঞ্জনা বড়ুয়া, নাঈমুল হাসান, অঙ্কিতা রুদ্র, ইয়ামিন তাওহীদা রামিসা, ওয়াজিফা বিন্তে ইকবাল, চৌধুরী ফাবিহা ইসরাক, চৌধুরী মালিয়াত ইসরাক, সূর্যদীপ বসু নিয়োগী, আবরার ফাইয়াজ, সংহিতা রুদ্র, তাসনোভা ছিদ্দিকী, ফারিহা নাহিয়ান, চৌধুরী মাহমুদা মালিয়াত (পূর্ণা), সাব্বির হোসেন আসিক, লাবিবা মালিয়াত, ফারহানা জামান প্রমা, অঙ্কিতা রুদ্র প্রমূখ। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট বিজ্ঞান লেখক আহরণের উদ্যোক্তা মোঃ ফিরোজ আহমেদ। বিজ্ঞপ্তি