আসিয়ান সম্মেলনে বাদ পড়ায় ‘চরম হতাশ’ মিয়ানমার জান্তা

2

 

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে সামরিক নেতাকে আমন্ত্রণ না জানানোর কারণে মিয়ানমার জান্তা ‘চরম হতাশ’। শনিবার দেশটির সামরিক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের প্রতিক্রিয়া এই হতাশা ব্যক্ত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। শুক্রবার আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। এতে তারা সিদ্ধান্ত নেন ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হবে না।
আসিয়ান চেয়ার ব্রুনেই এক বিবৃতিতে জানায়, সামরিক নেতার বদলে মিয়ানমারের কোনও অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলন থেকে বাদ পড়ায় তারা চরম হতাশ এবং তীব্র আপত্তি জানাচ্ছে।
মন্ত্রণালয় বলেছেন, বৈঠকের সিদ্ধান্তগুলো এবং মিয়ানমারের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে এবং এগুলো আসিয়ানের লক্ষ্য বিরোধী। এর আগে সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের এমন সিদ্ধান্তের নেপথ্যে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। ১ ফেব্রæয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী।
আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রæতি দিয়েছেন তিনি।