আসিয়ান সম্মেলনের মধ্যেই ব্যাংককে ৬ জায়গায় বিস্ফোরণ

31

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ছয় জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থাই পুলিশের বারত দিয়ে স্ট্রেইটসটাইমস জানিয়েছে, শুক্রবার সকালে এসব বিস্ফোরণের ঘটনায় তিন নারী পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত চারজন আহত হয়েছেন। চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টার আগে আগে ব্যাংককের সুয়ান লুয়াং এলাকায় মেট্রো রেলের দুটি স্টেশনের কাছে দুটি বিস্ফোরণ ঘটে।
অল্প সময় পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে তৃতীয় বিস্ফোরণটি হয়।
এদিন মোট ছয়টি বোমার বিস্ফোরণ হয়েছে বলে রয়টার্সকে জানান পুলিশ কর্নেল কামতর্ন উইচারোয়েন। পুলিশ আরেকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি। এখনো এ সব বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। সুয়ান লুয়াং এলাকায় হাতবোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে পুলিশ। সেখানেই রাস্তা পরিষ্কারের কাজে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
ব্যাংককের ৭৭ তলা কিং পাওয়ার মহানাকন বিল্ডিংয়ের কাছে বিস্ফোরণের তৃতীয় ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত এক ট্যাক্সি চালক বলেন, “বিকট শব্দে বিস্ফোরণের ধাক্কায় এখনো আমার কান ঝাঁঝা করছে।” এই ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা। সরকারের তরফ থেকে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন এক সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল যখন ব্যাংককে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত রয়েছেন এ সম্মেলনে। তবে বিস্ফোরণের ঘটনায় সম্মেলনের আয়োজনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।