আসাদুল হক সাতদিনের রিমান্ডে

10

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি আসাদুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার বিকাল ৫টায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর দিনাজপুর মূখ্য বিচারিক হাকিমের আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মনিরুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর আসামির রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের জানান, রবিবারই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত শনিবার অপর দুই আসামি নবিরুল ইসলাম এবং সান্টূ কুমারকে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। আসাদুল অসুস্থ থাকায় র‌্যাব আসাদুলকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ রাতেই তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
ধরার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামাদের আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। খবর বিডিনিউজের