আশালতা কলেজ প্রতিষ্ঠাতা মৃদুল কান্তি দে’র স্মৃতিতর্পণ

267

রাউজানের আশালতা কলেজের প্রতিষ্ঠাতা, দানবীর মৃদুল কান্তি দে’র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিতর্পণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিন্ধু ভূষণ নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত। বিশেষ অতিথি ছিলেন আশালতা কলেজ পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, রাউজান থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল আলম, প্রয়াত মৃদুল কান্তি দে’র কনিষ্ঠ সন্তান প্রবাল কৃষ্ণ দে, সুহৃদ সংঘের সম্পাদক সুবোধ কান্তি দত্ত, প্রাক্তন অধ্যক্ষ প্রদীপ কুমার চৌধুরী, আবুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন প্রমুখ।
কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের পক্ষ হতে স্মৃতিচারণ করেন অধ্যাপক উত্তম কুমার নাথ, অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী, অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া ও আশালতা কুঞ্জের স্মরণ মহোৎসব উদ্যাপন পরিষদের সম্পাদক চন্দন বিশ্বাস। সংগীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক শর্মিষ্ঠা চৌধুরী, অধ্যাপক সোমা বড়ুয়া ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। সভায় আলোচকবৃন্দ প্রয়াত মৃদুল কান্তি দে’র বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কীর্তিসমূহ রক্ষায় সকলকে সচেষ্ট হওয়ার আহব্বান জানান। বিজ্ঞপ্তি