আল-মারচুচ হজ কাফেলার অনুষ্ঠানে বক্তারা হজ গুরুত্বপূর্ণ ইবাদত

35

আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মসূচি’২০১৯ অনুষ্ঠানে হাফেজ মুজিবুর রহমান ও হাফেজ মুমিনুল হকের কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠান মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে, হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলম ও আলহাজ্ব মাওলানা সরওয়ার আলমের যৌথ পরিচালনায় গত ১৪ জুলাই সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হজ্জ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেজামুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পতেঙ্গা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, বড়মিয়া জামে মসজিদের খতীব মাওলানা আকতার হোসেন, রসুলাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ সরওয়ার কামাল। বক্তারা বলেন, হজ্জ এক গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের পাঁচ রুকন বা মূল স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হজ্জ। হজব্রত পালনের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, “তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ, ওমরাহ পূর্ণ করো।” (সূরা বাকারা, আয়াত : ১৯৬)। উপরোক্ত আয়াতে হজ ও ওমরাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। এ কথার গভীর তাৎপর্য রয়েছে।