আল ইত্তেহাদ ইসলামি সংগঠনের সমাবেশ

17

উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিউ মার্কেট থেকে প্রেস ক্লাব পর্যন্ত সচেতনতামূলক র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছে আল ইত্তেহাদ ইসলামি সংগঠন বাংলাদেশ। ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, নির্যাতন, যৌন নীপিড়ন, জোরপ‚র্বক আটকে রাখার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে উপস্থিত ছিলেন আল ইত্তেহাদ ইসলামি সংগঠন বাংলাদেশ এর আহŸায়ক মোহাম্মদ মীর হোসেন, সদস্য সচিব আব্দুল মনসুর, মোহাম্মদ শাহজাহান, সিরাজ আব্দুল­াহ, মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চীনের বন্দিশিবিরে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এমনকি বন্দিশিবির থেকে পালাতে চাওয়াদের সরাসরি গুলির নির্দেশও দেওয়া হচ্ছে। চীনের উত্তর-প‚র্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের মুসলিম ধর্মাবলম্বী উইঘুর নারীদের জোরপ‚র্বক শয্যাসঙ্গী করছে চীনের সরকারি কর্মকর্তারা। এসব উইঘুর নারীদের পরিবারের পুরুষ সদস্যদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে চীন সরকার। এছাড়া ও জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে চীনের উইঘুর মুসলিম স¤প্রদায়কে জোরপ‚র্বক জন্মনিয়ন্ত্রণে বাধ্য করছে চীন সরকার। শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম নারীদের জোরপ‚র্বক গর্ভপাত করানো হয়। ম‚লত চীনের দখলকৃত প‚র্ব তুর্কিস্থানে (চীনের দেওয়া নাম শিনজিয়াং) যাতে উইঘুরে মুসলিম স¤প্রদায় বাড়তে না পারে সে কারণেই নেওয়া হচ্ছে এ ব্যবস্থা। বিজ্ঞপ্তি