আল আমিনের ৩ উইকেটের পর মাহমুদের ফিফটি

36

পরপর দুই ওভারে মাহমুদুল হাসান ও ফরহাদ রেজার উইকেট তুলে নিলেন আল আমিন হোসেন। দুই অলরাউন্ডারকে হারানোর খানিক পর ইনিংস ঘোষণা করল পূর্বাঞ্চল। অপরাজিত ফিফটিতে দক্ষিণাঞ্চলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করালেন ফজলে মাহমুদ রাব্বি। বিসিএলের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। মাহমুদ ৫৭ ও তুষার ইমরান ২৯ রানে ব্যাট করছেন। পূর্বাঞ্চলের চেয়ে এখনও ১২৬ রানে পিছিয়ে আব্দুর রাজ্জাকের দল। পেসার আল আমিন ৩ উইকেট নেন ২৬ রানে। দুটি করে উইকেট নেন রাজ্জাক ও মেহেদি হাসান।
সংক্ষিপ্ত স্কোর : পূর্বাঞ্চল ১ম ইনিংস : (আগের দিন শেষে ২০৪/৪) ৮৩.৪ ওভারে ২৬২/৮ ইনিংস ঘোষণা (ইয়াসির ৭০, মাহমুদুল ২৮, জাকির ১৫, রেজা ১৯, তাইজুল ৩*, আবু জায়েদ ৫*; শফিউল ১/৭৪, আল আমিন ৩/২৬, রাব্বি ০/৩৬, রাজ্জাক ২/৭৪, মেহেদি ২/৪৭)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৪৮ ওভারে ১৩৬/৩ (মাহমুদ ৫৭*, এনামুল ৫, রকিবুল ২৫, আল আমিন জুনিয়র ২, তুষার ২৯*; রেজা ১/১৫, আবু জায়েদ ১/৩২, খালেদ ০/৪১, তাইজুল ১/৩০, মাহমুদুল ০/৯)
এদিকে অপর খেলায় শেষ পাঁচ উইকেট নিয়ে বেশিদূর যেতে পারল না উত্তরাঞ্চল। তাদের দেড়শ রানের নিচে থামিয়ে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের ফিফটিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে মধ্যাঞ্চল। তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ১৪৯ রান। দলটি এগিয়ে আছে তিন রানে। সাইফ ৬৬ ও আব্দুল মজিদ ৭ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর : উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ৯২/৫) ৫৬ ওভারে ১৪৬ (নাঈম ৩০, জহুরুল ১৯, ধীমান ১৭, জিয়া ১১, সানজামুল ৫*, মোহর ০*; তাসকিন ২/৪৪, শহিদুল ২/৪২, রবিউল ১/১৫, সানি ২/৩৮, শুভাগত ২/৪)। মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৪২ ওভারে ১৪৯/১ (সাইফ ৬৬*, শান্ত ৬৭, মজিদ ৭*; জিয়া ০/৫, মোহর ০/২০, সানজামুল ০/৪৬, সাকলাইন ০/২৪, নাঈম ১/৪৫)