আল-আইনে বাংলাদেশি লেডিস ইন ইউএই’র মিলনমেলা

21

 

প্রবাসে নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য জানানোর লক্ষ্যে মিলনমেলার আয়োজন করা হয়েছে। নারী নেতৃবৃন্দ বলেছেন, দেশের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে তারা জানবে দেশ ও দেশের সংস্কৃতি সম্পর্কে। গত ১৫ অক্টোবর রাতে আল-আইন জিমি টপ রেস্টুরেন্ট হলরুমে সংযুক্ত আরব আমিরাত ‘বাংলাদেশি লেডিস ইন ইউএই’ আয়োজিত মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মডারেটর সাদিয়া আবছারের সভাপতিত্বে ও রাশি পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি লেডিস ইন ইউএই গ্রুপ এডমিন লিজা হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশি লেডিস ইন ইউএই এডমিন লাবন্য আদিল, মডারেটর সালমা মেরি, মডারেটর পারভীন জলি, গ্রুপ এক্সপার্ট শাহানা পারভীন, গ্রুপ এক্সপার্ট জাহিদা জাবিন, গ্রুপ এক্সপার্ট এন জে নিশু, গ্রুপ এক্সপার্ট মায়মুনা মিশু, মুনতাহিনা, সালমা ডলি প্রমুখ। কেক কেটে মিলনমেলার উদ্বোধন করা হয়। আলোচনা শেষে ছেলে-মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মহিলাদের পিলো পাসিং খেলা, কবিতা আবৃত্তি, ছোটদের নৃত্য, গান পরিবেশন এবং Malabar Gold & Diamonds এর সৌজন্যে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আমিরাতের আবুধাবী, দুবাই, সারজা, আজমান সহ বিভিন্ন প্রদেশ থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি সপরিবারে উপস্থিত হন।