আল্লাহর বিশেষ রহমত মহানবীর দুনিয়ায় আগমন

27

রাঙ্গুনিয়া উপজেলা আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স ১০ অক্টোবর সকালে অ্যাডভোকেট নূরুচ্ছফা হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাইজভাÐার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ)। তিনি বলেন, মহানবীর (দ.) এ ধরায় মানব আকৃতিতে শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহপাকের বিশেষ রহমতস্বরূপ। আল্লাহ নিজেই বলেছেন, হে রাসূল আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। মহানবীর (দ.) বাহ্যিক অবয়ব মানুষের আকৃতিতে হলেও তাঁর আসল সত্ত্বা হলো নূর। মানুষকে পথ দেখানোর জন্যই আল্লাহপাক তাঁকে মানব আকৃতিতে পাঠিয়ে বিশ্ববাসীকে ধন্য করেছেন।
কনফারেন্সের আগে জশনে জুলুস র‌্যালি রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কনফারেন্সে সভাপতিত্ব করেন খলিফা মুহাম্মদ আবদুল হামিদ ভান্ডারী। স্বাগত বক্তব্য দেন মইনীয়া যুব ফোরাম উত্তর জেলা সভাপতি আকবর হোসেন রুবেল। মইনীয়া যুব ফোরাম পোমরা শাখা সহসভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় কনফারেন্সে অতিথি ও আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, মইনীয়া যুব ফোরাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম আপন, পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম চট্টগ্রাম জেলা আহŸায়ক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মো. দিদারুল আলম, জুলুস পরিচালনা কমিটির আহŸায়ক ওয়াহিদুল কবির চৌধুরী, পোমরা ইউনিয়ন মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের উপদেষ্টা মাওলানা মিনহাজুল ইসলাম আল কাদেরী, সভাপতি মাওলানা বখতেয়ার ইসলাম, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বদিউল আলম মাস্টার, খলিফা মুহাম্মদ রেজাউল কবির প্রমুখ। সালাত সালাম শেষে মুনাজাত পরিচালনা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। বিজ্ঞপ্তি