আল্লাহর অলীদের আদর্শ অনুসরণ করতে হবে

70

‘বাংলাদেশসহ ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে কোনো নবী-রাসূল বা সাহাবী আসেন নি। আমরা আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, এ কথা স্বীকার করতে হবে। সে জন্যে তাঁদের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। তাঁদের জীবনাদর্শ যদি আমরা খুঁজি তাহলে ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও সংযমের শিক্ষা পাবো। হযরত সুলতান আহম্মদ শাহ আল কাদেরীর বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত গাউছে জামান কনফারেন্সে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। চান্দগাঁওয়ের মৌলভীপাস্থ সুলতান আহম্মদ শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন ও মোন্তাজেম শাহজাদা মুহাম্মদ ইব্রাহিম। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী (মাজিআ)। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের পরিচালক রানাদেব দাশ গুপ্ত, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। প্রধান আলোচক ও বিশেষ আলোচক ছিলেন ড. এএসএম বোরহান উদ্দিন, মাওলানা মুহাম্মদ হাসান রেজা। কনফারেন্সে বক্তারা বলেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছেন, যাঁরা মরেও অমর হয়ে থাকেন। আল্লাহর সেই প্রিয় বান্দাগণ সর্বদা আমাদের মাঝে বেঁচে থাকেন। তাঁদের আদর্শকে ধারণ ও লালন করতে পারলে আমরা সঠিক পথে অটল থাকতে পারবো। আল্লাহর সেই প্রিয় বান্দাদের একজন হচ্ছেন হযরত সুলতান আহম্মদ শাহ (রঃ)। বিজ্ঞপ্তি