আল্লামা মুফতি শফিউর রহমান সড়কের বেহাল দশা, মেরামতের কেউ নেই!

26

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ডের মাওলানা মঞ্জিল আল­ামা মুফতি শফিউর রহমান সড়কের বেহাল দশা।সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। প্রায় এক যুগ ধরে সড়কের বেহাল দশা হলেও মেরামত করার যেন কেউ নেই। এরই মধ্যে ‘মাওলানা মঞ্জিল ইয়ং সোসাইটি’র উদ্যোগে বেশ কয়েকবার সড়কটি সংস্কার করেছে। বর্তমানে এই সড়কটি পড়েছে চরম দুর্ভোগে। একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে।
গাড়ির কথা বাদ দিয়ে রিক্সা পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি চলাফেরাও। উপজেলার বিভিন্ন এলাকার প্রায়ই সড়কের কাজ করা হয়। সড়ক সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও আল্লামা মুফতি শফিউর রহমান সড়কের সংস্কার হচ্ছে না। প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও সংস্কার হচ্ছে না এই সড়কটির। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে আল্লামা শফিউর রহমান সড়ক দ্রæত মেরামত এবং পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
ঈ/ঙ, মাওলানা মঞ্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২,
পো. অফিস পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ, চট্টগ্রাম।