আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ) স্মরণসভা ১২ সেপ্টেম্বর

28

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কোতোয়ালী থানা শাখার এক সাধারণ সভা গত ৫ সেপ্টেম্বর লালদীঘি জামে মসজিদের দোতলায় অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা মুহাম্মদ নূরুল আবছার আলকাদেরী এতে সভাপতিত্ব করেন। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বাদে এশা লালদীঘি পাড় জামে মসজিদের দোতলায় শোহাদায়ে কারবালা মাহফিল এবং আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর সদ্য প্রয়াত চেয়ারম্যান শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। কোতোয়ালী থানা আহলে সুন্নাতের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট কমিটিসমূহ পর্যায়ক্রমে গঠন করার ওপর জোর দেয়া হয় এ সভায়। সভায় আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম জেহাদী, আলহাজ্ব নূর মোহাম্মদ, মাওলানা ইব্রাহিম আলকাদেরী, আলহাজ্ব আবদুস সাত্তার, আলহাজ্ব আবদুস সাত্তার মোল্লা, মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, মুহাম্মদ বেলাল হোসেন, আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা হেলাল উদ্দিন চিশতি, মুহাম্মদ জাহাঙ্গির কাদেরী, নাসির দস্তগীর, আলহাজ্ব আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার নূর হোসেন, আবু তৈয়ব মুহাম্মদ রেজাউল মোস্তফা, হাফেজ মাওলানা নেজামুদ্দিন আশরাফী, মুহাম্মদ আবু বকর, মফিজুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা নূরুল আবছার আলকাদেরী বলেন, সুন্নি জনতার প্লাটফরম আহলে সুন্নাত ওয়াল জমায়াত। এ পথে-মতে যারা প্রতিষ্ঠিত থাকবেন তারাই নিঃসন্দেহে জান্নাতের ভাগিদার হবেন। আহলে সুন্নাত ওয়াল জমাআতের প্লাটফরমে এসে মুক্তির পথ সুগম করার তাগিদ দেন তিনি। কোতোয়ালী থানার মতো গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এ সংগঠনকে প্রসারিত করা জরুরি বলে তিনি মত দেন। পরে করোনা থেকে মুক্তি এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নূরুল আবছার আলকাদেরী। বিজ্ঞপ্তি