আল্লামা মুফতি ইদ্রিছ রেজভীর দাফন সম্পন্ন

81

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার সুন্নি জনতার অংশগ্রহণে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ মাঠে দেশের শীর্ষ আলেম, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী প্রকাশ বড় হুজুরের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত জানাযার নামাজ পড়ান হুজুরের বড় ছেলে অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী। দেশ ও জাতিকে করোনা থেকে মুক্তি এবং হুজুরের রফয়ে দারাজাতের জন্য দোয়া মোনাজাত করেন ছোট ছেলে অধ্যক্ষ শোয়াইব রেজা।
জানাযার নামাজে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, জামেয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, যুগ্ম মহসচিব স ও ম আব্দুস সামাদ, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, আল্লামা আবুল কাসেম নূরী, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরি, বুড়া মসজিদের মতোয়াল্লি নুরুন্নবী, স্থানীয় থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, স্থানীয় চেয়ারম্যান মো. মোকাররম, আওয়ামীলীগ নেতা জহুরুল আলম, অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান, অধ্যক্ষ আহমদ হোসাইন আল কাদেরি, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, মাওলানা গোলাম রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এড. মোখতার আহমদ, এরশাদ খতিবীসহ অসংখ্যা আলেম ওলামা, পীর মাশায়েখসহ বিপুল সংখ্যক সুন্নি-জনতা।
জানাযার নামাজ শেষে হুজুরকে চরনদ্বীপের মোয়াজ্জম পাড়াস্থ পারিবারিক রেজভীয়া কবরস্থানে দাফন করা হয়। এসময় মিলাদ কিয়াম শেষে হুজুরের রফয়ে দারাজাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন আহলে সুন্নাতের শীর্ষ আলেম ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ অছিয়র রহমান।
এরআগে আল্লামা রজভীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী, আল্লামা এম এ মান্নান, আল্লামা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, এম এ মতিন, সওম আব্দুস সামাদ, পেয়ার মোহাম্মদ, অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।
শোক প্রকাশ : আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন রাহে ভান্ডার ত্বরিকার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। এক শোক বার্তায় ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, আল্লামা ইদ্রিস রেজভী ব্যক্তি জীবনে একজন কামেল পীর ছিলেন।
ইসলামী বক্তা, মোনাজের ও লেখক হিসাবেও তাঁর খ্যাতি ছিল। তিনি ইসলামের সঠিক আক্বীদা ও বিশ্বাসের ক্ষেত্রে ছিলেন অটল। বিজ্ঞপ্তি