আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.) স্মরণ সভা

88

 

বায়েজিদ হাজীপাড়া আশেকানে আউলিয়া দরবার শরিফ ও আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানীর (রহ.) স্মরণ সভা ও মাসিক ওরশেকুল মাহফিল গত সোমবার রাতে দরবার শরীফের গাউসুল আজম দস্তগীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আশেকানে আউলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উদ্যোগে আশেকানে আউলিয়া দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন ও আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও মাহফিলে বক্তারা বলেন, আল্লামা হক্কানী (রহ.) অসাধারণ গুণ চরিত্র-বৈশিষ্ট্যে অন্যদের চেয়ে ব্যতিক্রমী ছিলেন। আজীবন তিনি দ্বিন শিক্ষার প্রসার, সুন্নিয়ত ও তরিকতের খেদমতে নিবেদিত ছিলেন। কর্মগুণেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আল্লামা হক্কানীর (রহ.) জীবন কর্ম ও দর্শনের ওপর আলোচনায় অংশ নেন মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আল কাদেরী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন হক্কানী, শাহজাদা মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন হক্কানী, কাজী মাওলানা নুরুল আবছার আল কাদেরী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাস্টার মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ ইমরান, ডা. মুহাম্মদ ইদ্রিস, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তসলিম উদ্দিন, মাওলানা আবদুস ছবুর, মাওলানা আবদুল কাদের, মাওলানা মুহাম্মদ শাহ জাহান, এমরান কোম্পানী। সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরজাদা অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী। বিজ্ঞপ্তি