আল্লামা আজিজুল হক আল-কাদেরী (রহ.)’র লিখিত ফতোয়ায়ে আজিজি’র মোড়ক উম্মোচন

334

যুগের কলম সম্র্র্রাট গাউছে যমান, শায়খুল মাশায়েখ, শামসুল আরেফীন, আযিযুল মিল্লাত ওয়াদ্বীন, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ভাষায় শতাধিক গ্রন্থ প্রণেতা হযরতুলহাজ¦ আল্লামা শাহসুফী মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ.)’র লিখিত ফতোয়ার জগতে অন্যতম ৫ খন্ড বিশিষ্ট বিশাল জ্ঞান ভান্ডার “ফতোয়ায়ে আজিজি আয্ ফয়ুজে কাজেমী” কিতাবের মোড়ক উম্মোচন ১১ জানুয়ারি সকাল ১১টায় ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এম.এ) মাদরাসাস্থ আ’লা হযরত ইমাম শাহ্ আহমদ রেজা (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফতোয়ায়ে আজিজি কিতাবের মোড়ক উম্মোচন করেন- পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী দার্শনিক শাহসুফি আলহাজ¦ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (মা.জি.আ), ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, মাদরাসা অধিদপ্তরের মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহমেদ, কারীগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব, এ.কে.এম জাকির হোসেন ভ‚ঁইয়া, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. এ.এস.এম বোরহান উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ, হুযুর কেবলা আল্লামা আজিজুল হক আল্-কদেরীর মেঝ সাহেবজাদা মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ ও দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সম্মানিত সাজ্জাদানশীন, যিনি হুযুর কেবলার জানাযার নামাজের ইমামতি করেন, পীরে তরিকত, বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুলহাজ¦ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা.জি.আ.)। বিজ্ঞপ্তি