আলোর পথে কর্ণফুলী’র ঈদবস্ত্র বিতরণ

21

 

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নমূলক সংগঠন আলোর পথে কর্ণফুলী’র উদ্যোগে গত ২৯ এপ্রিল বিকেল ৩টায় কর্ণফুলী উপজেলার আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এলাকার অসহায়, হতদরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী।
এ সময় তিনি বলেছেন, মানুষকে মানুষের মানবিক পরিচয়ে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে হবে। বিত্তশালী মানুষদের উচিত সুবিধাবঞ্চিত অনাথ মানুষদের পাশে দাঁড়ানো। পবিত্র এই রমজানের শেষে এই ঈদে সকল শিশুদের আনন্দ ঈদ উদ্যাপনে বিত্তবানদের অর্থনৈতিকভাবে সহায়তার হাত প্রসারিত করলে ঈদটা হবে আনন্দময় ও সুন্দর। আলোর পথে কর্ণফুলী’র সভাপতি তরুণ ব্যাংকার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, সহকারী প্রধান শিক্ষক অখিল চন্দ্র পাল, সহকারী শিক্ষক খলিলুর রহমান রাজিব, মিজান, সাইফুল, তুহিন, জাহেদ, সুমন, হোসেন আলী, দেলোয়ার হোসেন মানিক, শাহজাহান, রহিম, আরফাত, ফয়সাল, সজীব, নুরুল আবছার, হাসান প্রমুখ। সভার শুরুতে কর্ণফুলী উপজেলার দুই শতাধিক নারী-পুরুষকে ঈদ আনন্দ উপভোগের জন্য নতুন ঈদের শাড়ি-লুঙ্গি জামা-কাপড় বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি