আলোর পথিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

34

 

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে আনোয়ারায় আলোর পথিক একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষার ফল প্রকাশ করে মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ২৯ জানুয়ারি। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বটতলী এসএম আউলিয়া এয়াকুবীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন, আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক, ঢাকা বিশ^বিদ্যালয় গ্রন্থাগারের কর্মকর্তা এম নাঈম উদ্দিন,সংগঠনের উপদেষ্টা ইউনুস সিকদার,মুহাম্মদ আশরাফুজ্জামান, হাফেজ মুহাম্মদ ফোরকান, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, সামাজিক সংগঠক ছলিম আল আনোয়ার, ফরহাদ খান, রুবেল মাহমুদ প্রমুখ। বৃত্তি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের পরিচালক এমডি আজম খান, সদস্য সচিব ইরফানুল করিম আলমগীর, যুগ্ম সচিব হাফছা বিনতে নোমান ও সোহেল রানা। সংগঠনের উপদেষ্টা ইউনুছ সিকদার বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও উদ্বুদ্ধ করতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি