আলোচনা সভায় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর

13

ফটিকছড়ির হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ এসএম সংঘরতœ মহাথেরোর শেষকৃত্য গত ২৮ মে সম্পন্ন হয়। ঐদিন ভোরে রামু গ্রামবাসীর উদ্যোগে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অন্তেবাসী প্রধান প্রিয়রত্ন মহাথেরো। সকালবেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি বুদ্ধরক্ষিত মহাথেরো, প্রধান অতিথি ছিলেন প্রিয়ানন্দ মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন শাসনবংশ মহাথেরো, উদ্বোধক ছিলেন প্রিয়রত্ন মহাথেরো, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া, চাইলাপ্রু চৌধুরী, রামু সীমা বিহারের সম্পাদক রাজু বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন উত্তম বড়ুয়া চিনু। দুপুরে মূল অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন প্রয়াতের শিষ্য রাহুলরত্ন ভিক্ষু ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী প্রমিত বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন জিনলংকার মহাস্থবির, প্রধান ধর্র্মদেশক ছিলেন ড. জ্ঞানরত্ন মহাস্থবির, উদ্বোধক ছিলেন সুনন্দপ্রিয় থেরো, ধর্মদেশক ছিলেন মৈত্রীপ্রিয় মহাস্থবির, বিপুলসেন মহাস্থবির, সুগতপ্রিয় মহাস্থবির, প্রিয়রত্ন মহাস্থবির ও প্রজ্ঞাপাল থের, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ধর্মীয় সচিব শচী ভূষণ বড়ুয়া, দপ্তর সচিব সরোজ কুমার বড়ুয়া, সমাজকল্যাণ সচিব টিংকু বড়ুয়া, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবিএম গোলাম নুর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সচিব প্রণয়ন বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া এবং স্মৃতিচারণ করেন প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া প্রমুখ। উপজেলা চেয়রম্যান মুহাম্মদ আবু তৈয়ব বলেন, যুগ যুগ ধরে চলে আসা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি